আজকাল ওয়েবডেস্ক:‌ পাক গোলায় মারা গেলেন জম্মু–কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক রাজকুমার থাপা। পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছিল। যার নাম ছিল ‘‌অপারেশন সিঁদুর’‌। তারপর থেকেই জম্মু–কাশ্মীরে গোলাবর্ষণ করছে পাক সেনা। শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার। গুরুতর আহত হয়েছেন আরও ২ সরকারি কর্মী। পাকিস্তান সেনার গোলাবর্ষণে রাজকুমার থাপার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলা এসে পড়ে রাজকুমার থাপার বাড়িতে। তাতে গুরুতর জখম হন ওই পদস্থ আধিকারিক ও তাঁর দুই কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাপাকে মৃত ঘোষণা করা হয়। দুই কর্মীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।


ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌একজন ভাল অফিসারকে হারালাম। গতকাল তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে ভার্চুয়াল বৈঠক করেছিলাম, সেখানেও ছিলেন। শনিবার পাকিস্তান রাজৌরি শহরকে টার্গেট করেছিল। তাদের গোলায় অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আধিকারিক রাজকুমার থাপারর মৃত্যু হয়। শোকপ্রকাশের ভাষা নেই।’‌ 


জম্মু বাসিন্দাদের রাস্তায় না থাকার আবেদন জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে এখন বাড়িতে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025


সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআইয়ের খবর অনুযায়ী, পাক গোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের বাড়িঘর, জীবন–জীবিকা। 
দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। শনিবার ভোর পাঁচটা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টের উপর শত্রুপক্ষের একাধিক সশস্ত্র ড্রোন দেখা উড়তে দেখা যায়। যা প্রতিহত করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন ও সাধারণ নাগরিকদের উপর হামলা চালানোর যে চেষ্টা করছে পাকিস্তান তা একেবারেই মেনে নেওয়া যায় না। ভারতীয় সেনা শত্রুদের এই পরিকল্পনা ব্যর্থ করবে।’‌