আজকাল ওয়েবডেস্ক : চা বিক্রির অভিনব উপায়  দেখলে চমকে উঠবেন আপনিও। ছবিটি পোস্ট হওয়া মাত্রই তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই অভিনব কায়দায় চা ব্রিক্রি বেশ পছন্দ করেছেনও। ছবির ক্যাপশনে গুজরাটিতে লেখা ,চা বিক্রির এই কৌশল  ভারতে ছাড়া অন্য কোথাও দেখা যায় নি। 


 ট্রেনের জাল লাগানো জানলার বাইরে দাঁড়িয়ে বিক্রি হয়ে গেল গরম গরম চা।তবে যে উপায়ে তা  সম্ভব হয়েছে দেখে চমকে উঠেছে অনেকেই। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে , এক যাত্রী ট্রেনের বগিতে বসে আছে। উল্টো দিকে জানলার বাইরে দাঁড়িয়ে চা ঢেলে দিচ্ছেন  বিক্রেতা। তবে জানলায় তো জাল ছিল ? তাও কীভাবে  চা  বিক্রি করলেন সম্ভব তিনি?


 প্রথমে কাগজের কাপটিকে  মুড়িয়ে তা জালের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর কাপটিকে ঠিক করে নিয়ে ,কেটলির মুখটিকে  জানলার ভিতরে ঢুকিয়ে  কাপে  চা ঢেলে দিলেন। চা ব্রিক্রির এই উপায় নজর কেড়েছে সকলের।