আজকাল ওয়েবডেস্ক: চাঁদের মাটিতে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণ হিসেবে উল্কাপিণ্ডকে দায়ী করল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, অতীতে উল্কাপিণ্ডের প্রভাব বা স্থানীয় তাপ-সম্পর্কিত প্রভাবের কারণে চাঁদে কম্পন হতে পারে।

 

 

চন্দ্রযান থ্রিয়ের ভূমিকম্প শনাক্তকারী যন্ত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করেছে ইসরো। তবে, বিশদে জানতে আরও গবেষণার দরকার এও জানানো হয়েছে ইসরোর তরফে। চন্দ্রযান থ্রি-এর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যে যন্ত্র ইসরো পাঠিয়েছিল তার পাঠানো তথ্যের মাধ্যমেই এই বিবৃতি দেওয়া হয়েছে।

 

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছিল চন্দ্রযান থ্রি। ভূমিকম্প শনাক্তকারী ILSA গত বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা চালানো হয়। তারপরে এটিকে বন্ধ করে রাখা হয়েছিল। পরে ল্যান্ডারটিকে প্রাথমিকের থেকে প্রায় ৫০ সেন্টিমিটার দূরে একটি নতুন পয়েন্টে নিয়ে যাওয়া হয় ইসরোর তরফে।