আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত? এবার সময় চরম প্রত্যাঘাতের? সোম সন্ধের কেন্দ্রের নির্দেশ সেই জল্পনা বাড়িয়ে দিল কয়েকগুণ। 

 পহেলগাঁও হামলার পর থেকেই দিনে দিনে অবনতি হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। যুদ্ধের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই। নজর ভারতের পদক্ষেপের দিকে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, সেই জল্পনা আরও বাড়ল। যুদ্ধ-জল্পনার মাঝেই সোমবার কেন্দ্র দেশের একাধিক রাজ্যকে দিল নির্দেশ।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের একাধিক রাজ্যকে বুধবার, ৭ মে সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ দেওয়া হবে সেসব বিষয়েও। এর আগে রবিবার পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করেছে সেনাবাহিনী। 

পহেলগাঁও হামলার পর, ভারত-পাক সম্পর্কের আবহে এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, শেষ ১৯৭১ সালে ভারত এই ধরনের মহড়া করেছিল। কেন্দ্রের এই নির্দেশে একপ্রকার কেন্দ্রের বার্তা স্পষ্ট বলেই মত ওয়াকিবহাল মহলের।