আজকাল ওয়েবডেস্ক: লোকসভায় ফিরে এল ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি। লোকসভার গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। সংসদের নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন। দুই যুবক লোকসভায় ‘রং বোমা’ ছোড়ার চেষ্টা করেন। দুজনকেই আটক করেছে পুলিশ। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। আচমকাই দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়ে। বেঞ্চের উপর উঠে পড়েন তাঁরা। সাংসদরাও আসন ছেড়ে উঠে পড়েন। দুজনেই হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হয়েছে। তবে গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।