আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বেসরকারি সংস্থার অফিস। সেখানেই যা ঘটে গেল, একেবারে হুলস্থুল কাণ্ড। মহিলার এফআইআর-এর ভিত্তিতে সংস্থার কর্মীকে ধরে নিয়ে গেল পুলিশ।
ইনফোসিস-এর সিনিয়র অ্যাসোসিয়েট নগেশ স্বপ্নিল মালি। মূল অভিযোগ তাঁর বিরুদ্ধে। অভিযোগ করেছেন তাঁরই সহকর্মী। সোমবার ইনফোসিস-এর বেঙ্গালুরুর অফিসের এক মহিলা কর্মী অভিযোগ করেন, তিনি শৌচাগারে যাওয়ার পরেই পাশেই অদ্ভুত কিছু অনুভব করেন। কিছুক্ষণেই বুঝতে পারেন, তাঁর শৌচাগারের প্রতিটি মুহূর্তের ভিডিও করছেন কেউ।
তৎক্ষণাৎ তিনি নগেশকে হাতেনাতে ধরেন। অ্যালার্ম বাজিয়ে ডাকেন অন্যান্য সহকর্মীদের। অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। ওই ব্যক্তির মোবাইল ফোন থেকে মহিলার ভিডিও পাওয়া গিয়েছে, তেমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
ওই ভিডিও মহিলার উপস্থিতিতে মানব সম্পদ কর্মীরা মুছে ফেলেন। তবে যুবক এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছে কি না, গোপনে ওই মহিলা কিংবা অন্য সহকর্মী-মহিলাদের ভিডিও করেছেন কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। ফোনটি পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে।
প্রায় একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে মাসখানেক আগে। এপ্রিল মাসে অযোধ্যায় রাম মন্দিরের কাছে একটি গেস্ট হাউসের ২৫ বছর বয়সী এক কর্মীকে স্নান করার সময় এক যুবতীর ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার এই ধরনের ঘটনা একেবারে অফিসে।
