আজকাল ওয়েবডেস্ক: স্কুটিতে চড়েই অজ্ঞান হয়ে পরলেন যুবক। আশপাশের লোকজন জ্ঞানহীন স্কুটি চালককে পাঁজাকোলা করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেলেন। এরপরই স্কুটি চালকের মাথা থেকে হেলমেট খুলে রাখতে গিয়েই হাড়হিম করা কাণ্ড। হেলমেটের মধ্যে গুটিয়ে রয়েছে শিশু কোবরা! সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনা দু'চাকা চালক ও আরোহীদের জন্য শিক্ষনীয় বলেই মনে করা হচ্ছে।

ভারতের দক্ষিণ প্রান্তের কোনও এক জায়গার ঘটনা এটি। মনে করা হচ্ছে যে, শিশু কোবরার কামড়েই স্কুটির টালক অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা বিষয়ের গভীরতা বুঝে অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সাপ ধরতে বিশেষজ্ঞ ডাকা হয়। সে এসে হেলমেটের মধ্যে থেকে সাপ উদ্ধার করে। 

দু'চাকা চালক বা আরোহী, যাঁরাই হেলমেট পড়েন এর থেকে শিক্ষা নিন। হেলমেট পরার আগে তা দেকে নেওয়া প্রয়োজনীয়। অনেকেই এরপর থেকে অভ্যাস বদলাবেন বলে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও-তে কমেন্ট করেছেন। অনেকেই বিপদের আগে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">December 24, 2024