আজকাল ওয়েবডেস্ক: মায়ের শরীরের উপর পড়ে গিয়েছিল আস্ত অটো। চোখের সামনে মায়ের আর্তনাদ শুনে আর স্থির থাকতে পারেনি বালিকা। ছুটে যায় মা'কে বাঁচাতে। কাউকে পাশে না পেয়ে একা একাই দুই হাত দিয়ে তুলে ধরে অটো। বালিকার এই কাণ্ডে চক্ষু চড়কগাছ পথচলতি সাধারণ মানুষের।
অলৌকিক এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে কর্ণাটকের মেঙ্গালুরুর কাছে। কিন্নিগোলি এলাকায় প্রাইভেট টিউশনে গিয়েছিল স্কুল ছাত্রী। ৩৫ বছরের চেতনা টিউশন থেকে মেয়েকে আনতে গিয়েছিলেন। তখনই যানজটে আচমকা আটকে পড়েন। রাস্তা পার করার সময় হঠাৎ অটোটি উল্টে চেতনার শরীরের উপর পড়ে যায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় রাস্তার একধারে মায়ের জন্য অপেক্ষা করছিল ওই স্কুল ছাত্রী। এদিকে অটো চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়েই সেটি উল্টে পড়ে চেতনার শরীরের উপর। চেতনা ছাড়াও আরও এক পথচারী তাতে চাপা পড়েন। মায়ের চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসে বালিকা। কারও সাহায্য ছাড়াই একা হাতে তুলে ধরে অটোটি। গোটা ঘটনাটি ধরা পড়েছে ওই এলাকার সিসিটিভিতে।
স্থানীয় সূত্রে খবর, অটোটি সোজা করেই তার তলায় চাপা পড়া দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় চেতনা গুরুতর আহত হয়েছেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি অটো চালক এবং পথচারীর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বালিকার এহেন কাণ্ডে স্তম্ভিত সাধারণ মানুষ।
