আজকাল ওয়েবডেস্ক: ফোনে যদি অ্যান্টিভাইরাস রাখা থাকে তাহলে সেখান থেকে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। ফোনে পাঠানো একটি ছবি থেকে হারাতে পারেন লাখ লাখ টাকা।
প্রতিদিন ধরেই প্রতারকরা নিত্যনতুন ফাঁদ পেতে রয়েছে। তাদের সেই ফাঁদে পা দিলেও সর্বনাশ হয়ে যাবে। রোজই তারা নানা উপায়ে নিজেদের ঘরে টাকা তুলছে। তেমনই একটি ঘটনা এবার চলে এল সকলের সামনে।
প্রদীপ জৈন নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে একটি ছবি আসে। তিনি কোনও চিন্তাভাবনা না করেই সেই ছবিটি ডাউনলোড করেন। তারপরই মাথায় হাত। একধাক্কায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ২ লাখ টাকা।
প্রদীপ জানিয়েছে একদিন সকালে তার ফোনে একটি অজানা নম্বর থেকে একটি ছবি আসে। সেখানে একটি ছবি ছিল। সেই ছবিতে লেখা ছিল আপনি কি এই ব্যক্তিকে চেনেন। প্রথমে ছবিটি সে দেখতা চায়নি। তবে হ্যাকররা তাকে বারে বারে ফোন করতে থাকে। এরপর হঠাৎ করে সেই ছবিটি ডাউনলোড করে ফেলে সে। এরপরই তার ২ লাখ টাকা জলে চলে যায়।
হায়দরাবাদের কানাড়া ব্যাঙ্ক থেকে টাকা খোয়া যায় প্রদীপের। দ্রুত ব্যাঙ্কে ফোন করে প্রদীপ বিষয়টি জানতে গিয়ে দেখে তার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে হ্যাকাররা। এখানে প্রযুক্তি দিয়ে হ্যাকাররা সকলকে বোকা বানিয়েছে। ছবির পিছনে লুকিয়ে থাকা সফটওয়ার দিয়ে তারা সেই ব্যক্তির ফোনকে হ্যাক করে নেয়।
পরে বিষয়টি প্রদীপ পুলিশকে জানায়। তবে পুলিশ হাজার চেষ্টা করেও হ্যাকারদের ধরতে পারেনি। নানা ধরণের কায়দা, ছকবাজি করে তারা সকলকে বোকা বানিয়ে চলেছে। ফোনে পাঠানো ছবি থেকেও তারা এবার টাকা সরাতে শুরু করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন হ্যাকাররা দ্রুত এআইকে নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে সেখান থেকে তাদের কাজ অনেক বেশি সহজ হয়েছে। প্রযুক্তির সঙ্গে তাদের বুদ্ধি এক হয়ে তারা মানুষকে ঠকানোর কাজটি অতি দক্ষতার সঙ্গে করছে।
