আজকাল ওয়েবডেস্ক: উপস্থিত বুদ্ধিতেই বাজিমাত! সাইবার প্রতারনার ফাঁদ এড়ালেন এক তরুণী।
বাবার বন্ধু পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন ওই তরুণীকে। ফোনে ওই ব্যক্তি বলেন, মেয়ের অ্যাকাউন্ট-এ ১২০০ টাকা পাঠাতে বলেছেন খোদ তরুণীর বাবা। ওই ব্যক্তির মুখে এ কথা শুনে খটকা লাগে তরুণীর। কথা না বাড়িয়ে ওই ব্যক্তিকে টাকা পাঠাতে বলেন তরুণী। এরপর ওই ব্যক্তি ১০ টাকা ক্রেডিট হওয়ার ম্যাসেজ পাঠান তরুণীর ফোনে । মেসেজ পেতেই তরুণী নিশ্চিত হয়ে যান যে এই ব্যক্তি আসলে প্রতারক। যদিও এটা তাঁর প্রথমেই সন্দেহ হয়েছিল। এরপর ফের প্রতারক তরুণীর ফোনে ১০০০ টাকা পাঠানোর মেসেজ দেন। তরুণী সব কিছু বুঝেও কিছু না বোঝার ভান করছিলেন। প্রতারকও ওই তরুণীর ভেল্কি ঠাওর করতে পারেননি। মোট ১২০০ টাকা পাঠাতে বলেছিলেন তরুণীর বাবা, এমনটাই তরুণীকে ফোনে বলেন প্রতারক। বাকি থাকা ২ হাজার টাকা পাঠানোর পালা এলে, সে ২০ হাজার টাকা ক্রেডিট হওয়ার মেসেজ পাঠায়। সেইমুহূর্তেই ওই তরুণী বলে ওঠে ভুলবশত ২০হাজার টাকা চলে এসেছে তাঁর কাছে ।
ফোনের ওপাশ থেকে প্রতারক ওই তরুণীকে অনলাইনে তাঁকে ১৮ হাজার টাকা ফেরত পাঠানোর কথা বলেন। তরুণীও ওই ব্যক্তির মতো একই পদ্ধতি কাজে লাগান। টাকা ক্রেডিট হওয়ার ম্যাসেজ পাঠিয়ে দেন প্রতারককে। এরপরই টাকা চলে এসেছে বলে জানান প্রতারক। এভাবেই প্রতারকের জালিয়াতির হাত থেকে রেহাই পেয়েছেন বলে ভিডিও রেকর্ড করে ওই তরুণী জানান। সেই ঘটনার ভিডিও পোস্টও করেন তিনি সমাজমাধ্যমে। এরপরই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন নেটপাড়ার অনেকই। কমেন্টে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরতে দেখা গিয়েছে তাঁদের।
