আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম দিল্লির মোহন গার্ডেন এলাকায় আবারও চাঞ্চল্য। এক ৩০ বছর বয়সি গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আরতি। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা নয়, বরং খুনের প্রমাণ মিলেছে৷ সন্দেহে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনা ঘিরে শোরগোল এলাকায়৷
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর সকালে পুলিশের কাছে একটি ফোন আসে। দাবি করা হয়, মোহন গার্ডেন এলাকার এক বাসিন্দা আত্মহত্যা করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘর থেকে আরতির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে শুরু থেকেই পুলিশের মনে সন্দেহের দানা বেঁধেছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় বরিষ্ঠ আধিকারিক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষাতেই মৃতার গলায় এমন কিছু দাগ পাওয়া যায়, যা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না। এর পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
এক পুলিশ আধিকারিক বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এর পরেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়।" তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার পর থেকেই আরতির স্বামী সুশীল নিখোঁজ। পেশায় ক্যাব চালক সুশীল ওই বাড়িতে তাঁর স্ত্রী এবং তিন নাবালক সন্তানকে নিয়ে থাকতেন।
পারিবারিক কলহ বা দাম্পত্য বিবাদের জেরে এই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত স্বামীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে একাধিক বিশেষ টিম। দ্রুত অভিযুক্তকে পাকড়াও করে শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।
