আজকাল ওয়েবডেস্ক : জয়পুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি বলেন, দলে সকলকেই যোগ্য সম্মান দেওয়া হয়। শুধু নির্বাচনের সময় হাত মেলানো নিয়ে প্রধানমন্ত্রী যা মন্তব্য করেছেন তা সঠিক নয়। প্রসঙ্গত, একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বেশকিছু নেতাকে দেখা যায় যারা একসঙ্গে ফটো তোলেন। কিন্তু ক্যামেরার সামনে তাদের ফটো তাদের মনের কথা ব্যক্ত করে না। ভোট মিটে গেলেই তাদের আসল চেহারা বেরিয়ে পড়ে। একে মিডিয়ার সামনে একে অপরের সঙ্গে হাত মেলান কিন্তু মনে নিজেদের মধ্যে তিক্ততা পুষে রেখে দেন। পাইলট এদিন বলেন, প্রধানমন্ত্রী যাই বলুন না কেন কংগ্রেসের নিজেদের নীতি রয়েছে। তারা সংগঠনের ওপরেই জোর দেয়। ভোটে একসঙ্গে লড়াই করে কংগ্রেস। প্রসঙ্গত, অশোক গেহলেটের সঙ্গে শচীন পাইলটের মতবিরোধ সকলেই জানেন। কিন্তু নির্বাচনের আগে রাহুল গান্ধীর হস্তক্ষেপে এই সম্পর্ক ফের জোড়া লাগে। তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। বিষয়টি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পাল্টা এদিন দিলেন শচীন পাইলট।
