আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রত্যন্ত ও বিপজ্জনক গুহা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বছর বয়সী এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই কন্যাকে। স্থানীয় পুলিশ জঙ্গলের অস্থায়ী ঝুপড়ি থেকে ওই তিনজন বিদেশিকে খুঁজে পেয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁরা প্রায় দুই সপ্তাহ ধরে বিচ্ছিন্নভাবে ওই গুহায় বসবাস করছিলেন। গত ৯ জুলাই বিকেল ৫টা নাগাদ রুটিন টহলদারির সময়ে পুলিশ তাঁদের খুঁজে পায় এবং উদ্ধার করে।

উদ্ধার হওয়া রাশিয়ান মহিলার নাম নিনা কুটিনা। তাঁর ছয় বছর বয়সী মেয়ে প্রেমা এবং চার বছরে কন্যা আমাকে নিয়ে ভূমিধসপ্রবণ অঞ্চলে অবস্থিত গুহায় বসবাস করছিলেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুসারে, কুটিনা আধ্যাত্মিক নির্জনতা খুঁজতে গোয়া থেকে গোকর্ণে এসেছিলেন। তিনি পুলিশকে বলেছিলেন যে, ধ্যান এবং প্রার্থনায় মনোনিবেশ করতে চেয়েছিলেন বলে তিনি বনে থাকার বিষয়টি বেছে নিয়েছিলেন। ওই রাশিয়ার মহিলার কথায়, তিনি শহুরে হইহট্টগোল এড়িয়ে চলতে চাইছিলেন। 

গোকর্ণের রামতীর্থ পাহাড় এলাকা ভূমিধসপ্রবণ, ফলে পুলিশ ওই জায়গাকে ঝুঁকিপূর্ণ বলে উদ্বেগ প্রকাশ করেছে। রামতীর্থ পাহাড়ে ২০২৪ সালের জুলাই মাসে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে। ওই এলাকা বিষাক্ত সাপ-সহ বিপজ্জনক বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে বিবেচিত। ফলে ওই অঞ্চল বেশ বিপজ্জনক বলে  পরিচিত।

আরও পড়ুন-  ভারতীয় বিচারব্যস্থার কড়া সমালোচনা প্রধান বিচারপতি গাভাইয়ের, তুলে ধরলেন সংশোধনের প্রয়োজনীয়তা

মহিলাকে রামতীর্থ পাহাড়ের ঝুঁকি সম্পর্কে অবহিত করার পর, পুলিশ সফলভাবে পরিবারটিকে উদ্ধার করে পাহাড়ের নীচে নিয়ে যায়। নিনা কুটিনার অনুরোধে, তাঁকে ও তাঁর দুই কন্যাতে কুমতা তালুকের বাঙ্কিকোডলা গ্রামের একটি আশ্রমে রাখার বন্দোবস্ত করা হয়েছে। এই আশ্রম ৮০ বছর বয়সী সন্ন্যাসী স্বামী যোগরত্ন সরস্বতী দ্বারা পরিচালিত হয়।

পুলিশ, ওয়েলফেয়ার অফিসার এবং আশ্রমের প্রধানদের নিয়মিত জিজ্ঞাসাবাদের সময়, রুশ মহিলা নিনা কুটিনা স্বীকার করে নেন য়ে তাঁর ভিসা এবং পাসপোর্ট গুহায় হারিয়ে যেতে পারে।

গোকর্ণ পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের যৌথ অনুসন্ধান অভিযানের ফলে কুটিনার পাসপোর্ট এবং ভিসা উদ্ধার হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় যে, নিনা মূলত  ২০১৭ সালের ১৭ এপ্রিল বৈধ ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। ২০১৮ সালের ১৯ এপ্রিল গোয়ার পানাজিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO একটি বহির্গমন অনুমতিপত্র জারি করা হয়। রেকর্ড অনুসারে, নিনা পরবর্তীতে নেপাল ভ্রমণ করেন এবং ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর ফের ভারতে আসেন। ফলে প্রমাণিত যে, তিনি অনুমোদিত সময়সীমার বেশি সেখানে ছিলেন।

কর্নাটকের রামতীর্থ আসলে দুটি স্থানকে বোঝায়: একটি হল রামনগরে অবস্থিত রামাদেবরা বেটা পাহাড়, যা "রামতীর্থ" নামেও পরিচিত, এবং অন্যটি হল বেলগাঁও জেলার হালাসি শহরের কাছে রামতীর্থ গ্রাম।