আজকাল ওয়েবডেস্ক: শীতের শেষ ভাগে তীব্র প্রভাব পড়েছে হিমাচলে। ফেব্রুয়ারির শুরু থেকেই ভারী তুষারপাত হিমাচল প্রদেশ জুড়ে। টানা কয়েকদিনের তুষারপাতে কয়েক ফুট বরফের চাদরে ঢাকা পড়েছে একাধিক জেলা। রবিবারেই জানা গিয়েছিল, হিমাচলে তুষারপাতের কারণে বন্ধ ৫০০ রাস্তা। সোমবারেও জানা গেল, এখনও ৫টি জাতীয় মহাসড়ক সহ বন্ধ সেখানকার ৪৭৫টি রাস্তা। তার মধ্যে রয়েছে কাংড়ারের ১টি, চাম্বারের ৫৬টি, কিন্নোরের ৬টি, মান্ডির ৫১টি এবং সিমলার ১৩৩টি রাস্তা। কিলং, কাংড়া, সুমোদ, উদয়পুর, কোকসুর সহ কয়েকটি স্টেশনে ১-৯ফুট বরফ জমেছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে তুষারপাতের কারণে ৩৩৩টি বিদ্যুৎ সরবরাহ প্রকল্প এবং ৫৭টি জল সরবরাহ প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। তুষার পরিষ্কারের কাজ চলছে জোরকদমে। তবে খারাপ আবহাওয়ার কারোনে সেই কাজও একটানা করা যাচ্ছে না, অন্যদিকে ব৯রফ সরানোর সময়ে পুনরায় তুষারপাতের ফলে সময় লাগছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকালেও ভারী তুষারপাত জারি থাকবে হিমাচলে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস একাধিক জায়গায়। তবে তুষারপাতের কারণে খুশি পর্যটকরা। এবারে শীতের শুরু থেকেই সেখানে ভিড় বাড়িয়েছেন পর্যটকরা। তবে হিমাচল প্রদেশ পুলিশ সম্প্রতি পরিস্থিতি বিচার করে জানিয়েছেন, আবহাওয়ার খোঁজ করেই সেখানে আসুন পর্যটকরা। একান্ত প্রয়োজন ছাড়া এই সময়ে সেখানে পর্যটনে না করেছেন তারা।