আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের শুরু থেকে প্রায় এক দশক তেলেঙ্গানায় ক্ষমতায় ছিল কেসিআর। গত বিধানসভা নির্বাচনে সে রাজ্যে পট বদলে দিয়েছেন রেবন্ত রেড্ডি। হাত শিবির তার ওপরেই ভরসা রেখেছে। এবার রেবন্ত চাইছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করুন তেলেঙ্গানা থেকেই। সোমবার সন্ধেতে তিনি দিল্লিতে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধীর সঙ্গে, জানান ইতিমধ্যে তেলেঙ্গানা কংগ্রেস ইউনিট সোনিয়া গান্ধীকে সে রাজ্য থেকে নির্বাচন লড়ার প্রস্তাব পাশ করেছে। রেড্ডি জানিয়েছেন, তেলেঙ্গানার মানুষ সোনিয়া গান্ধীকে "মা" হিসেবে দেখেন। সেই কারণেই হাত শিবির চায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই রাজ্য থেকেই লড়াই করুন তিনি। যদিও সোনিয়া গান্ধী জানিয়েছেন, সঠিক সময়ে সিদ্ধনাত নেওয়া হবে এই বিষয়ে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তেলেঙ্গানাবাসীর জন্য হাত শিবির যে ইশতিহার এনেছিল, তারমধ্যে দুটি সে রাজ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন রেবন্ত রেড্ডি। তাঁর দাবি, আরটিসি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ এবং দরিদ্রদের জন্য ১০ লক্ষের স্বাস্থ্য প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত করেছে তেলেঙ্গানা সরকার। এলপিজি গ্যাস এবং বিনামূল্যে বিদ্যুৎ সংক্রান্ত প্রতিশ্রুতি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার।
