আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, তিনি অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ গভর্নর শক্তিকান্ত দাস অ্যাসিডিটির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন।
তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। উদ্বেগের কোনো কারণ নেই’। শক্তিকান্ত দাস ভর্তি হওয়ার পর চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালের হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়।
জানানো হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শ্রী শক্তিকান্ত দাস অ্যাসিডিটির সমস্যার কারণে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে’।
