আজকাল ওয়েবডেস্ক: দুই শিষ্যাকে ধর্ষণ ও এক সাংবাদিককে হত্যায় দোষী সাব্যস্ত ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। ধর্ষণ মামলায় ২০ বছর এবং হত্যার জেরে তাঁরে যাবজ্জীবন জেলে বন্দি থাকতে হবে। বর্তমানে তিনি হরিয়ানার রোহতকের সুনারিয়া কারাগারে বন্দি। এহেন আসামির ফের প্যারোল মঞ্জুর হয়েছে। এবার তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছেন। ২০২৭ সাল থেকে এই নিয়ে রাম রহিম সিং ১৫ বার প্যারোলে মুক্ত হলেন।
এ পর্যন্ত পাওয়া রাম রহিমের প্যারোল
রাম রহিমের সর্বশেষ প্যারোলটি শনিবার (৩ জানুয়ারি) অনুমোদিত হয়েছে। তিনি কখন মুক্তি পাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। স্বঘোষিত এই ধর্মগুরু ৪০ দিনের প্যারোলের সময়কালে তাঁর সিরসা-ভিত্তিক সংগঠনের সদর দপ্তরে কাটাবেন। অতীতে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে যখন জেল থেকে মুক্তি পাওয়ার পর রাম রহিম উত্তরপ্রদেশের বাগপত জেলার ডেরার আশ্রমে ছিলেন।
গত বছরের আগস্টে রাম রহিম সর্বশেষ জেল থেকে মুক্তি পেয়েছিলেন। সেবারও তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত রাম রহিম সিংয়ের ঘন ঘন মুক্তিতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। গত আগস্টের আগে, তাঁকে ২৯২৫ সালের এপ্রিলে ২১ দিনের ফার্লো এবং তারও আগে জানুয়ারিতে ৩০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল। ৫ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই এই আসামির প্যারোলে মুক্তি নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।
ডেরা প্রধানকে দেওয়া মুক্তির ধরণ
একইভাবে, হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন আগে, ২০২৪ সালের ১ অক্টোবর তাঁকে ২০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টে রাম রহিম ২১ দিনের ফার্লো পেয়েছিলেন। তার আগের ফার্লোটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে তিন সপ্তাহের জন্য মঞ্জুর করা হয়েছিল। সেটি পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মাত্র দু'সপ্তাহ আগে ছিল।
ডেরা সাচা সৌদার হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং আরও কয়েকটি রাজ্যের বিভিন্ন অংশে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে। সিরসা, ফতেহাবাদ, কুরুক্ষেত্র, কাইথাল এবং হিসার-সহ হরিয়ানার একাধিক জেলায় ডেরা অনুগামীদের পোক্ত উপস্থিতিও রয়েছে।
