আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। রামমন্দিরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু উদ্বোধনী অনুষ্ঠান। পাঁচটি মণ্ডপ পার করে গর্ভগৃহে পৌঁছলেন মোদি। শুরু রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো।
প্রধানমন্ত্রী পৌঁছতেই সানাইয়ের সুরে মুখরিত হয়ে ওঠে রামমন্দির চত্বর। বলিউড তারকাদের সুরের মূর্ছনায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
বেলা ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মাঝে "অভিজিৎ মুহূর্ত"। এই পবিত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। ১টায় অযোধ্যায় জনসভায় যোগ দেবেন মোদি।