আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এখন চলছে জোরকদমে কাজ। ইতিমধ্যেই নিমন্ত্রিতদের কাছে পৌঁছে গিয়েছে কার্ড। ২২ জানুয়ারি অযোধ্যায় সমস্ত মদ এবং মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যোগী সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাল অযোধ্যায় মুখ্য পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ। তিনি বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ধরণের একটি সিদ্ধান্ত নিয়েছেন তাতে তাঁর তারিফ না করে থাকা যায় না। রাম মন্দির উদ্বোধন ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় হিসাবে থাকবে। গোটা দেশ এক উৎসবের চেহারা নেবে। সকলেই সেদিন রাম বন্দনায় মেতে উঠবেন। বিরোধীদের জন্য মুখ্য পুরোহিত বলেন, রাম মন্দির নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়। সকল বিরোধীদেরই সেদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত।