আজকাল ওয়েবডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হাজির হলেন জম্মুতে। সীমান্ত পারে নিরাপত্তা ঠিক কোন জায়গায় রয়েছে তা খতিয়ে দেখতেই তিনি এসেছেন বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শীতের সিজনে জম্মু-কাশ্মীরে ফের মাথাচাড়া দিয়েছে সন্ত্রসবাদীদের কার্যকলাপ। পুঞ্চে জঙ্গিরা একটি সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। ফলে চারজন সেনার মৃত্যু ঘটে। এরপর প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ারদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। সেখানে সীমান্তপারের সন্ত্রাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে যেভাবে জঙ্গিরা অনুপ্রবেশ ঘটাচ্ছে তা নিয়ে চিন্তিত প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, বিগত বেশ কয়েকমাস ধরে সীমান্তপারে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। ফলে সীমান্তপারে নিরাপত্তা আরও বাড়ানো হবে। ভারত সন্ত্রাস মোকাবিলায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।
