আজকাল ওয়েবডেস্ক : ডিব্রুগড় ট্রেন দুর্ঘটনায় রেললাইনার সঠিক যত্ন হয়নি। ফলে এই ঘটনা হয়েছে। রেলের প্রাথমিক তদন্তের রিপোর্ট থেকে উঠে এল এই তথ্য। উত্তরপ্রদেশ গন্ডায় হওয়া এই দুর্ঘটনার জেরে ৪ জন যাত্রী মারা যান। আহত হয় আরও বহু।

৬ সদস্য এই টিম জানিয়েছে রেল লাইনের সঠিক খেয়াল রাখা হয়নি। ফলে লাইন থেকে ছিটকে গিয়েছে বগি। এই ঘটনার জেরে আরও বড় দুর্ঘটনা হতে পারত। জুনিয়র ইঞ্জিনিয়ার আগে থেকে এই বিষয়ে কর্তৃপক্ষ কাছে জানিয়েছিল। কিন্তু সেখানে অবহেলা নজরে পড়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের উপযুক্ত শাস্তি হবে বলে জানিয়েছে রেল।

তবে এই জায়গায় যেখানে ৩০ কিলোমিটার বেগে ট্রেন যাওয়ার কথা সেখানে কেন ৮০ কিলোমিটার বেগে চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সিপিআরও জানিয়েছে যারা দোষী তাঁদের উপযুক্ত শাস্তি হবে।