আজকাল ওয়েবডেস্ক: এক নজিরবিহীন মন্তব্যে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় কংগ্রেসের ভূমিকা স্বীকার করে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটে এক প্রশ্নোত্তর পর্বে এক শিখ যুবকের তীব্র প্রশ্নের জবাবে রাহুল বলেন, “কংগ্রেস পার্টির ইতিহাসে যা কিছু ভুল হয়েছে, সব কিছুর দায়িত্ব নিতে আমি প্রস্তুত, এমনকি আমার রাজনীতিতে আসার আগের ঘটনাগুলোরও।”

প্রশ্নকর্তা কংগ্রেসের নেতৃত্বে অ্যানান্দপুর সাহিব প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী তকমা দেওয়া এবং সাজ্জন কুমার ও কেপিএস গিলের মতো অভিযুক্তদের রক্ষার প্রসঙ্গ তোলেন। উত্তরে রাহুল বলেন, “৮০-র দশকে যা ঘটেছিল, তা ছিল ভুল। আমি একাধিকবার স্বর্ণমন্দির গেছি এবং শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।”

রাহুলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ‘এক্স’-এ লেখেন, “ভারত নয়, আজ বিশ্বজুড়ে রাহুল গান্ধী বিদ্রূপের পাত্র হয়ে উঠেছেন।”

এই মন্তব্যকে রাজনৈতিক মহল রাহুলের অন্যতম স্পষ্ট স্বীকারোক্তি হিসেবে দেখছে—যেখানে তিনি কংগ্রেসের অতীত ভুলের দায় নিজের কাঁধে নিতে প্রস্তুত বলছেন। শিখ সম্প্রদায়ের ন্যায়বিচার ও জবাবদিহির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।