আজকাল ওয়েবডেস্ক : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হাথরাসে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে তাতে ইতিমধ্যে ক্ষতিপূরণ দিয়েছে যোগী সরকার। মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে এই টাকার পরিমান আরও বাড়ানোর দাবি করে চিঠি দিলেন রাহুল। ২ জুলাই ঘটে যাওয়া এই ঘটনার জেরে ১২১ জনের মৃত্যু হয়েছে। আয়োজক ভোলে বাবা এরপর থেকেই বেপাত্তা। রাহুল গান্ধী ইতিমধ্যে নিহত পরিবারের সঙ্গে দেখা করেছেন। তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং উচিত বিচার করার আশ্বাসও দিয়েছেন। রবিবার তদন্তকারী দল ওই আশ্রমে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এর রিপোর্ট জমা দেওয়া হবে। মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও ভোলে বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদিও শনিবার ভোলে বাবা জানান তিনি এই ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছেন।