আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দামামা বেজেছে। এবার সেখানে মেগা প্রচারে নামতে চলেছেন সংসদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ৪ সেপ্টেম্বর ভূস্বর্গে প্রচার শুরু করবেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এনসি-র সঙ্গে শর্তসাপেক্ষে জোট হয়েছে হাত শিবিরের।
কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন জোট থাকবে। তারই প্রচার করতে আসরে নামছেন রাহুল গান্ধী। শুধু তিনি নন, এবার কংগ্রেসের প্রচারে থাকছেন বহু হেভিওয়েট নেতা। সেই তালিকায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ভোট। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন। ১ অক্টোবর তৃতীয় দফায় ভোট। ভোটের ফল প্রকাশ ৪ অক্টোবর। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।
ভোট ঘোষণার ফলে ভূস্বর্গে প্রায় এক দশক ধরে সুপ্ত থাকা রাজনৈতিক প্রক্রিয়া ফের গতি পেয়েছে৷ কাশ্মীরে শেষ বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালে। তখন পিডিপি এবং বিজেপি জোট বেঁধে ভোটে জিতে সরকার গঠন করেছিল। তবে পরে বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসেন মেহবুবা মুফতি।
এবারের বিধানসভা ভোটেও বিজেপির সঙ্গে সখ্য রাখছে না পিডিপি। মেহবুবার দল ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। পিডিপি নেত্রী জানিয়ে দিয়েছেন, যদি পিডিপির মূল নীতিগুলির সঙ্গে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স সহমত হয়, তা হলে তাদের সমর্থন করতে কোনও আপত্তি নেই পিডিপির।
