আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পাঞ্জাবে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ সরকারি অফিসে ডিউটি চলাকালীন উদ্দাম নাচের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। পাঞ্জাবের মোগা জেলার বাঘাপুরানায় ঘটনাটি ঘটেছে। একজন শিক্ষা কর্মকর্তাকে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে এই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে তাঁর নিজের অফিসে স্ত্রী'কে সঙ্গে করে নাচতে দেখা যায়। খবর অনুযায়ী জানা গিয়েছে এই ঘটনাটি ঘটে ব্লক প্রাইমারি এডুকেশন অফিসার (BPEO) দেবী প্রসাদের সঙ্গে। তিনি ঐ সময়ে দায়িত্বে ছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এটি পেশাগত গাফিলতি হিসেবে বিবেচনা করে পাঞ্জাব সরকার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, পাঞ্জাবের স্কুল শিক্ষা সচিব অনিন্দিতা মিত্র এই স্থগিতাদেশ জারি করেন, যা স্কুল শিক্ষা মন্ত্রী হর্জোত সিং বেইন্স-এর নির্দেশে নেওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা যায় দেবী প্রসাদ ও তাঁর স্ত্রী তাঁর নিজের অফিস কক্ষে প্রকাশ্যে পুরনো জনপ্রিয় হিন্দি গান 'তুম রূঠি রহো'র তালে তালে নাচ করছেন। এখানেই শেষ নয়৷ এমনকি জানা গিয়েছে, ভিডিওটি তাঁর স্ত্রীর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।

আরও পড়ুনঃ আচমকা রক্তাক্ত গোটা রেস্তোরাঁ! জন্মদিন পালন করতে গিয়ে এ কী হল যুবকের? পুদুচেরিতে হাড়হিম কাণ্ড...

এই ঘটনার প্রতিক্রিয়ায় হর্জোত সিং বেইন্স বলেন, 'যে কোনও কর্মকর্তা নিয়ম লঙ্ঘন করলে বা দায়িত্বে গাফিলতি করলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।' ঘটনার জেরে মোগার এক সিনিয়র শিক্ষা কর্মকর্তা জানান, দেবী প্রসাদ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি জুলাই মাসে ধারণ করা হয়েছিল। তখন তিনি নির্বাচনী দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, ওই সময় তিনি কয়েক ঘণ্টার জন্য অফিসে ছিলেন এবং তাঁর পরিবারও সেখানে এসেছিল। সে'সময় শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটি ধারণ করা হয়েছিল। তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিলনা৷ 

এবিষয়ে তিনি আরও জানান, তাঁর স্ত্রী একটি ইউটিউব চ্যানেল চালান। ঘটনার দিন তাঁদের সন্তানরাই ভিডিওটি সেখানে আপলোড করে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, তাঁকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার লিখিত জবাব বুধবারের মধ্যে পাওয়ার কথা।

আরও পড়ুনঃ স্কুটার আরোহীদের দেহ উড়ে গিয়ে পড়ল কয়েক মিটার দূরে! ২০ বছরের তরুণের গতির বলি দুই যুবক...

সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি স্থানীয় চ্যানেলে কথা বলার সময় দেবী প্রসাদ বলেন, তিনি ফিরোজপুরের বাসিন্দা এবং ভিডিওটি যেদিন ধারণ করা হয়, সেদিন তিনি মোগার অফিসে নির্বাচনী দায়িত্বে ছিলেন। তিনি এও জানান, 'ওই দিন  আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই আমার স্ত্রী আমার সঙ্গে অফিসে এসেছিলেন। ভিডিওটি শুধুমাত্র মজার জন্যই তোলা হয়েছিল। আমাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না। '

আরও পড়ুনঃ ভালবাসার অনন্য নজির! স্বামীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন স্ত্রী, ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসল নেটপাড়া ...