আজকাল ওয়েবডেস্ক: পুনে ধর্ষণ কান্ডে নয়া মোড়। এক তরুণী দাবি করেছিলেন যে  কুরিয়ার ডেলিভারি বয় সেজে এক জনৈক তাঁকে ধর্ষণ করেছে। এমনই অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে তিনি জানিয়েছেন 'রাগের বশে' এমন অভিযোগ। সম্প্রতি এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। 

তদন্ত করে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর বন্ধু।  দুজনেই একে অপরকে কয়েক বছর ধরে চেনেন। অতীতে উভয়েই তরুণীর বাড়িতে একাধিকবার দেখা করেছেন। ঘটনার দিন অর্থাৎ বুধবারও দেখা করার সিদ্ধান্ত নেন। তরুণী এক আইটি পেশাদার। পুলিশকে বলেছিলেন তিনি সেদিন যৌন মিলনের জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু অভিযুক্ত তাঁর উপর জোর করে। সূত্রে জানা গিয়েছে, দুজনের প্রথম দেখা হয়েছিল একটি কমিউনিটি অনুষ্ঠানে। পরে তাঁদের ঘনিষ্ট বন্ধুত্ব হয়। অভিযুক্ত তাঁর বাড়িতে পার্সেল পৌঁছে দিত। এমনকি তাঁর পরিবার যখন বাইরে থাকত তখনও আসত।

তদন্ত করে জানা গিয়েছে, তরুণী তাঁর জবানবন্দিতে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি প্রথমে পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। কারণ ব্যাখ্যা করে তিনি পুলিশকে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় যৌন মিলনের জন্য প্রস্তুত ছিলেন না। তারপরও তাঁকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়। রাগের বশে তিনি পুলিশের ধর্ষণের অভিযোগ করেন। তিনি এর আগে অভিযোগে দাবি করেছিলেন যে, কোন্ধোয়া এলাকায় তাঁর ফ্ল্যাটে যখন তিনি একা ছিলেন, তখন একজন ডেলিভারি বয় সেজে তাঁকে ধর্ষণ করে। তিনি আরও দাবি করেন অভিযুক্ত তার ফোনে একটি সেলফি তুলেছিল, যা নিয়ে পুলিশকে জানানোর বদলে ব্ল্যাকমেল করে। 

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, তরুনী নিজেই সেলফি তোলেন। এমনকি হুমকির বার্তাটিও নিজেই লেখেন। উভয়ের পরিবার একে অপরকে চিনত। খবর মারফত, অভিযুক্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদার ছিল। পুলিশ আরও নিশ্চিত করে তরুণীর মুখে কোনও রাসায়নিক স্প্রে করা হয়নি।