আজকাল ওয়েবডেস্ক: ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। জানা গিয়েছে, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়েই ইডির চার্জশিটে রয়েছে তাঁর নামের উল্লেখ। যদিও তাঁকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। হরিয়ানার ৫ একর জমির ক্রয়-বিক্রয় ইস্যুতেই এবার তাঁর নাম রয়েছে ইডির তালিকায়। প্রিয়াঙ্কার স্বামীর নামও রয়েছে সেই তালিকায়। যদিও তাঁকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। এর আগে জমি ক্রয় বিক্রয় মামলায় ১০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, ২০০৬ সাল ফরিদাবাদে একটি জমি কেনা হয় প্রিয়াঙ্কার নামে, পরে সেই সম্পত্তি বিক্রিও করা হয়। যে ব্যক্তি প্রিয়াঙ্কার ফরিদাবাদের জমি কেনেন, অভিযোগ তাঁর থেকেই প্রায় একই সময়ে আমিপুরের বিতর্কিত জমি কেনেন রবার্ট, পরে আবার সেই জমি বিক্রি করা হয়। মূলত আর্থিক দুর্নীতিতে যারা প্রধান অভিযুক্ত তাদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রিয়াঙ্কা ও রবার্টের নাম এসেছে। জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্তরা হলেন সিসি থাম্পি ও সুমিত চাড্ডা। সিসি প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। সুমিত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। থাম্পির পাহওয়ারের কাছ থেকে ৪৮৬ একর জমি কিনেছিলেন। এ বিষয়টি থেকেই প্রিয়াঙ্কা ও থাম্পির যোগসূত্র আছে বলে মনে করছে ইডি। সঞ্জয় ভান্ডারী নামে এক জনৈক অস্ত্র বিক্রেতাকে অবৈধ লেনদেনে এই দুই ব্যক্তি সাহায্য করেছিলেন বলে ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে।
