আজকাল ওয়েবডেস্ক: নিট, নেট বিতর্ক নিয়ে উত্তাল দেশ। পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি, প্রশ্নফাঁস কাণ্ডে চলছে তদন্ত। শনিবার এনটিএ প্রধানকে অপসারণ করেছে মোদি সরকার। তবে মোদি সরকারের তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। রবিবার সুর চড়িয়েছেন কংগ্রেস নেত্রী, ওয়ানেড়ের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, গোটা শিক্ষা ব্যবস্থাকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে মোদি সরকার। নেটের প্রশ্ন ফাঁস হচ্ছে। নিট পিজি সিএসআইআর নেট বাতিল হচ্ছে।' যদিও প্রিয়াঙ্কার বক্তব্যের প্রেক্ষিতে গেরুয়া শিবির বলছে, বিরোধীরা যাতে পড়ুয়াদের ভবিষ্যত নিতে খেলতে না পারে, সেই কারণেই পরীক্ষা বাতিল এবং স্থগিত করা হচ্ছে। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস কাণ্ডে বিহার ঝাড়খণ্ডের পর পুলিশের নজর মহারাষ্ট্রের। প্রশ্নফাঁসে যোগ সন্দেহে তদন্তে নেমে ইতিমধ্যে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
