আজকাল ওয়েবডেস্ক: অন্তঃসত্ত্বা প্রেমিকাকে পরিকল্পনামাফিক খুন। দেহটি মাটিতে পুঁতে পালিয়ে গিয়েছিল প্রেমিক। অবশেষে হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা পুলিশের। এই ঘটনায় মৃত তরুণীর প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল হরিয়ানা। অক্টোবর মাসে বাড়ি থেকে আচমকা নিখোঁজ হন ১৯ বছরের এক তরুণী। সে সময় তিনি ন'মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর প্রেমিকা ও আরেক বন্ধু তাঁকে অপহরণ করেছিল। এরপরই দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ জেরায় তারা স্বীকার করে, তরুণীকে অপহরণ করে খুন করা হয়েছিল। এরপর মাটিতে পুঁতে পালিয়ে যায়। ঘটনায় মোট তিনজন জড়িত ছিল। দু'জনকে অক্টোবর মাসেই গ্রেপ্তার করেছিল পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে জেলায় জেলায় তল্লাশি অভিযান চালায় তারা। অবশেষে তৃতীয় অভিযুক্তকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্তরা পুলিশকে জানায়, তরুণীর প্রেমিক খুনের পরিকল্পনা করেছিল। তাঁকে রাস্তা থেকে অপহরণ করে, শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর দেহটি রোহতাকে এনে মাটিতে পুঁতে তারা পালিয়ে যায়। অন্তঃসত্ত্বা প্রেমিকার দায়িত্ব এড়াতেই খুনের পরিকল্পনা করেছিল প্রেমিক, এমনটাই দাবি অভিযুক্ত বন্ধুদের। তিনজনকে হেফাজতে নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। তরুণীর দেহটি আগেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
