আজকাল ওয়েবডেস্ক : পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম নিরাপদ বিনিয়োগের জন্য একটি চমৎকার বিকল্প। এই সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে প্রতি বছর ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয় এবং বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। তবে এটি দশ বছর পর্যন্ত বাড়ানো যায়।
কীভাবে লক্ষাধিক টাকা সঞ্চয় সম্ভব?
এই স্কিমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে জমা রেখে, দশ বছরের মধ্যে ৮ লাখ টাকারও বেশি তহবিল গড়ে তোলা সম্ভব।প্রতি মাসে ৫,০০০ টাকা জমা করলে পাঁচ বছরে মোট বিনিয়োগ হবে ৩ লাখ টাকা।সুদ হিসেবে জমা হবে ৫৬,৮৩০ টাকা, ফলে মোট তহবিল হবে ৩,৫৬,৮৩০ টাকা।যদি মেয়াদ আর পাঁচ বছর বাড়ানো হয়, তাহলে ১০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৬ লাখ টাকা।এই সময়ে ৬.৭ শতাংশ হারে সুদ থেকে ২,৫৪,২৭২ টাকা জমা হবে।ফলে ১০ বছরে মোট তহবিল দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা।
সর্বনিম্ন বিনিয়োগ:
প্রতি মাসে মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করা যায়।
সর্বোচ্চ বিনিয়োগ:
কোনও ঊর্ধ্বসীমা নেই।
প্রিম্যাচিউর ক্লোজার ও লোন সুবিধা:
মেয়াদপূর্বে অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা রয়েছে।এক বছরের বেশি সময় অ্যাকাউন্ট চালু থাকলে, জমার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়।
কিশোরদের জন্য অ্যাকাউন্ট: নাবালকের নামে অ্যাকাউন্ট খোলা যায়, তবে এতে অভিভাবকের নামও থাকা বাধ্যতামূলক। এই স্কিম নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত মুনাফা দেয়। সঞ্চয় এবং বড় তহবিল তৈরির জন্য এটি একটি নির্ভরযোগ্য পন্থা।
