আজকাল ওয়েবডেস্ক: কীভাবে হামলা চালানো হল সংসদে? কীভাবে অধিবেশনের জিরো আওয়ারে গ্যালারি থেকে ঝাঁপ দুজনের। সূত্রের খবর, সংসদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বুধবারের হামলার ঘটনার পুনর্নিমাণ করবে দিল্লি পুলিশ। আর সেই কারণেই ফের সংসদে যাবে মনোরঞ্জন, সাগর। বুধবার তারা দুজনেই আচমকা গ্যালারি থেকে ঝাঁপ দেয়। তারপরেই সংসদের এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কীভাবে সংসদের নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে দুজন রঙ বোমা নিয়ে ঢুকে পড়ল সংসদের মধ্যে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার ঘটনার পুনর্নিমাণ হবে লোকসভার কক্ষে। সংসদ কক্ষে ফের তারা ঝাঁপ দেবে দর্শক গ্যালারি থেকে। অন্যদিকে অনমোল এবং নীলমকেও নিয়ে যাওয়া হবে সঙ্গে, তারা সংসদের বাইরে বিক্ষোভ, হামলার ঘটনার পুনর্নিমাণ করবে। এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে সংসদের দুই কক্ষে। উপস্থিত থাকছেন সাংসদরা। মনে করা হচ্ছে শনি বা রবিবার দিল্লি পুলিশ চারজনকে নিয়ে যাবে সংসদে। ঘটনার সূত্র খোঁজার জন্য চারজনকে গুরুগ্রামের ঘরেও নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে, যেখানে তারা ঘটনার পরিকল্পনা করত।
