আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ থেকে ২৩ এপ্রিল সৌদি আরব সফরে যাচ্ছেন, সৌদি প্রিন্স ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমানের আমন্ত্রণে। সফরটি জেড্ডা শহরে অনুষ্ঠিত হবে, যেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন ক্রাউন প্রিন্স নিজে।
এই সফরে মোদী ও সালমান যৌথভাবে দ্বিতীয় কৌশলগত অংশীদারিত্ব পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, “সৌদি আরব ভারতের এক কৌশলগত অংশীদারিত্ব। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।”
ভারত ও সৌদি আরবের মধ্যে রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রবাসী ভারতীয়দের মাধ্যমে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। মোদী ও সালমানের ব্যক্তিগত সম্পর্কও এই বন্ধনকে আরও গভীর করেছে।
