আজকাল ওয়েবডেস্ক : দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, দীপাবলি আলোর উৎসব। সকলে মিলে এই উৎসবে সামিল হন। সকলে মিলে মেতে উঠুন দীপাবলির আনন্দে। দীপাবলি উপলক্ষ্যে শনিবার বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দীপাবলিতেও এদিন ফের একবার প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের হয়ে কথা বলেন। তিনি বলেন, দেশে তৈরি সামগ্রী যদি দেশবাসী ব্যবহার করতে শুরু করে তবে বিদেশী পণ্যের ওপর আমাদের নির্ভর করতে হবে না। এছাড়া দেশের সামগ্রী বিক্রি হলে তা ভারতবাসীর একাংশের রোজগারের অন্যতম মাধ্যম হিসাবে গণ্য হবে। দীপাবলি প্রধানত অমাবস্যার রাতে হয়। তবে এবারে দীপাবলি রবিবার হওয়ায় অনেক বেশি আনন্দময় হয়ে উঠেছে। এই উৎসবকে আলোর উৎসব বলা হয়। এই উৎসব অন্ধকারের ওপর আলোর জয় বলেই মনে করা হয়। প্রসঙ্গত, উত্তর প্রদেশের অযোধ্যায় ইতিমধ্যেই দীপোৎসব পালন করা হয়েছে। সেখানে ২২ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড করা হয়েছে।