বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তাঁর অভিনয় জীবনের মতোই ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থেকেছেন। তাঁর দুই স্ত্রী এবং সন্তানরা প্রায়শই খবরের শিরোনামে আসেন। অনেকেই জানেন যে ধর্মেন্দ্রর চার সন্তান – সানি দেওল, ববি দেওল, এশা দেওল এবং অহনা দেওল। কিন্তু একসময় তিনি নিজেই এমন এক 'তৃতীয় পুত্র'-এর কথা প্রকাশ করেছিলেন, যা শুনে তাঁর ছোটছেলে ববি দেওল রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন।

 

 

কে এই তৃতীয় পুত্র? বহু বছর আগে একটি সাক্ষাৎকারে ধর্মেন্দ্র যখন তাঁর এই তৃতীয় সন্তানের কথা বলেছিলেন, তখন এটি কেবল তাঁর পরিবারেই নয়, গোটা ইন্ডাস্ট্রিতেও কৌতূহল সৃষ্টি করেছিল। ধর্মেন্দ্রর 'তৃতীয় পুত্র' আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সলমন খান!

 


সলমন খান, দেওল পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁদের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। তাঁকে ধর্মেন্দ্র প্রায়শই 'তাঁর তৃতীয় পুত্র' বলে উল্লেখ করতেন। ধর্মেন্দ্রর কথায়, সলমন তাঁর সন্তানের মতোই প্রিয় এবং তিনি তাঁকে সবসময়ই স্নেহ ও ভালবাসা দিয়ে এসেছেন। এই সম্পর্কের ভিত্তি ছিল বহু বছরের কাজ এবং পারস্পরিক শ্রদ্ধা।

 

এই বিষয়টি প্রথম যখন প্রকাশ্যে আসে, তখন ববি দেওল কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন। অভিনেতা হিসাবে ববি দেওল যখন নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন, সেই সময় তাঁর বাবার মুখে সলমন খানকে 'তৃতীয় পুত্র' হিসেবে শোনার পর তিনি অবাক হন।

 

 

একটি পুরোনো সাক্ষাৎকারে ববি দেওল মজা করে বলেছিলেন যে, প্রথমে তিনি বেশ চমকে গিয়েছিলেন এবং বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, "বাবা, এটা কখন ঘটল?" তবে ববি দ্রুতই বুঝতে পারেন যে বাবা ধর্মেন্দ্র আসলে সলমন খানকে কতটা ভালবাসেন এবং শ্রদ্ধা করেন। সলমনের প্রতি তাঁর বাবার স্নেহ এতটাই গভীর ছিল যে তিনি তাঁকে নিজের সন্তানের মতোই মনে করতেন। পারিবারিক সম্পর্কের বাইরেও ইন্ডাস্ট্রির সহকর্মীদের মধ্যে যে এমন নিবিড় সম্পর্ক থাকতে পারে, ধর্মেন্দ্রর এই কথায় তা স্পষ্ট হয়েছিল।

 


ধর্মেন্দ্র এবং সলমন খানের সম্পর্ক অত্যন্ত মজবুত। সলমন শুধু ধর্মেন্দ্রর সঙ্গেই নয়, বরং সানি দেওল এবং ববি দেওলের সঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন এবং দেওল পরিবারের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। ধর্মেন্দ্র সর্বদা সলমনের কঠোর পরিশ্রম, সাফল্য এবং বিনয়ী আচরণের প্রশংসা করেছেন। এই সম্পর্কের উষ্ণতা সিনেমার সেটেও সকলের নজরে পড়ত। সলমনও ধর্মেন্দ্রকে সব সময় একজন অভিভাবক হিসাবেই দেখেন।

 

 

তাঁদের এই সম্পর্কের সংজ্ঞা শুধুমাত্র রক্তের বাঁধনেই আটকে থাকে না। শিল্প-জগতে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ এবং ভালবাসা দিয়েও একটি পরিবারের মতো বন্ধন তৈরি হতে পারে। ধর্মেন্দ্রর এই প্রকাশ ববি দেওলকে অবাক করলেও, তা আসলে বলিউড ইন্ডাস্ট্রির এই দুই কিংবদন্তী তারকার মধ্যে থাকা অমলিন ভালবাসারই প্রতিচ্ছবি।