আজকাল ওয়েবডেস্ক: সোমবারেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার দুপুরে জেলমুক্তি হল পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন সকাল থেকেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন পার্থর অনুরাগীরা।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতাল থেকে বেরোতেই স্লোগানের মধ্যে দিয়ে তাঁকে গাড়িতে তোলা হয়। জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীকে বাড়ি পর্যন্ত মিছিল করে নিয়ে যাবেন অনুরাগীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ জেল থেকে ছাড়া পেলেন ৩ বছর ৩ মাস পর। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ।
চোখে জল দেখা যায় তাঁর, কাঁদতে কাঁদতে গাড়িতে ওঠেন। বাইক মিছিলের মধ্যে দিয়ে বাড়ির পথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চ্যাটার্জির বাড়িতে রাতভর তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।
এরপর ২৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই পার্থকে শ্যোন অ্যারেস্ট করে। তিন বছরের বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এর আগে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, শর্তসাপেক্ষে জামিন পেতে পারেন পার্থ। অবশেষে জামিন পেলেন তিনি।
ইডি মামলায় পার্থের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নীচুতলার কর্মী, আধিকারিকরা জড়িত ছিলেন বলে অভিযোগ, তাঁরা বেশিরভাগই জামিন পেয়েছেন।
এক ব্যক্তিকে দীর্ঘদিন এ ভাবে জেলে রাখা সম্ভব নয়। একই কারণে ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চ্যাটার্জি। ফলে সিবিআই মামলায় পার্থও জামিন পেতে পারেন।
শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়।
সোমবার সন্ধ্যায় তাঁর বন্ডে সই করা হয়। জামিনের শর্ত হিসেবে, পার্থকে নিয়মিত হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, কোনওভাবেই এলাকা ছাড়তে পারবেন না। এছাড়াও ৯০ হাজার টাকা জমা দিতে হবে।
সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে দিয়েছিল, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হলেই পার্থ, সুবীরেশ এবং এসএসসি-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে।
১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করেন আলিপুর সিবিআই বিশেষ আদালত।
আট জনের সাক্ষ্য গ্রহণ করা হবে সিদ্ধান্ত হয়। সিবিআই সাক্ষীদের নাম প্রস্তাব করে। সেই অনুয়ায়ী, সোমবার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত দু’মাস ধরে এই সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল।
সাক্ষী ছিলেন এসএসসির প্রোগ্রাম অফিসার তপোজ্যোতি বসু। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় গত জানুয়ারি মাসেই জামিন পেয়েছিলেন পার্থ। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেলেন তিনি।
