বিশ্বের প্রবীণতম স্থলচর প্রাণী জোনাথন! কে এই জোনাথন? জানা গিয়েছে, ১৯২ বছর বয়সি এই প্রাণী একটি কচ্ছপ।
2
7
১) জোনাথন নামে এই কচ্ছপটি ১৯২ বছর ধরে পৃথিবীর বুকে বেঁচে আছে। এটিই এখন বিশ্বে জীবিত সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সরকারিভাবে এই স্বীকৃতি দিয়েছে।
3
7
২) যদিও তার সঠিক জন্মতারিখ কেউ জানে না, তবে অনুমান করা হয় ১৮৩২ সালে তার জন্ম। ১৮৮২ সালে তাকে সেশেলস থেকে সেন্ট হেলেনা দ্বীপে আনা হয়। মূলত সেই হিসাব ধরেই তার বয়স ১৯২ বছর ধরে নেওয়া হয়েছে।
4
7
৩) গত ১৪০ বছরেরও বেশি সময় ধরে জোনাথন সেন্ট হেলেনা দ্বীপের গভর্নরের সরকারি বাসভবনের বাগানেই থাকছে। এই বিরাট প্রাঙ্গণেই সে এখন ঘুরে বেড়ায়।
5
7
৪) জোনাথন তার জীবনে বহু বড় বড় ঘটনা দেখেছে। যেমন ব্রিটিশ সাম্রাজ্যের আটজন রাজার রাজত্ব, আমেরিকার ৪০ জন প্রেসিডেন্টের পরিবর্তন এবং দুটি বিশ্বযুদ্ধ! এই কচ্ছপটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল।
6
7
৫) সেন্ট হেলেনা দ্বীপে তার জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হয়। যদিও তার আসল জন্মতারিখ জানা নেই, তবু প্রতি বছর ৪ ডিসেম্বরকে তার প্রতীকী জন্মদিন হিসেবে ধরা হয়। সেদিন তাকে ঘিরে উৎসবে মেতে ওঠে দ্বীপের মানুষ।
7
7
৬) বয়সের ভারে তার চোখ ও নাকের গন্ধ বোঝার ক্ষমতা কমে গেছে। এখন সে মূলত রোদ পোহানো, ঘুমোনো আর টাটকা ফল-সবজি খেয়ে দিন কাটায়। জানা গিয়েছে, গভর্নরের বাড়িতে আরও তিনটি কচ্ছপ তার বন্ধু। আর জোনাথনের দেখাশোনা করার জন্য একজন পশু চিকিৎসকও সব সময় থাকেন।