আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের মেলা আয়োজিত হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দেবেন লক্ষাধিক পুণ্যার্থী। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এ বছর প্রায় ৪০ কোটি পুণ্যার্থী আসতে পারেন মহাকুম্ভে।
প্রতি ১২ বছর অন্তর এই মেলা আয়োজিত হয়। আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে শুভলগ্নে কুম্ভের জলে ডুব দেবেন পুণ্যার্থীরা। এই মেলা আয়োজন করতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা খরচ করছে যোগী আদিত্যনাথের সরকার।
যদি মহাকুম্ভের মেলায় যেতে চান কয়েকটি বিষয় মাথায় রেখে চলা আবশ্যিক-
• কোটি কোটি পূণ্যার্থী আসবেন মহাকুম্ভে। সেই কারণে অগ্রিম হোটেল বা লজ বুক রাখলে শেষ মুহূর্তে ঝামেলা এড়ানো যাবে। ট্রেন বা প্লেনের টিকিটও অগ্রিম কেটে রাখলে ভাল।
• ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন প্রথম শাহি স্নান। ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যা। সেদিন দ্বিতীয় শাহি স্নানের শুভ মুহরত রয়েছে। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহি স্নানের লগ্ন। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শেষ স্নানের লগ্ন রয়েছে।
• বছরের এই সময় উত্তরপ্রদেশে বেশ ঠাণ্ডা থাকে। পর্যাপ্ত শীতের জামাকাপড় সঙ্গে রাখা আবশ্যিক। সঙ্গমস্থলের আবহাওয়া পরিবর্তন হয় ঘন ঘন। সে কারণে ছাতা সঙ্গে রাখলেও ভাল।
• প্রয়াগরাজ জুড়ে ২৩০০ সিসিটিভি ক্যামেরায় বসানো হয়েছে। মেলা চত্বরে প্রায় দেড় লক্ষ শৌচাগার। ৯৯টি অস্থায়ী পার্কিং জোন তৈরি করা হয়েছে।
• মহাকুম্ভে যেতে হলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র, হোটেল বা লজ বুকিংয়ের তথ্য, অন্যান্য জরুরি কাগজপত্র। এ ছাড়াও ফার্স্ট এইড কিট, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।
