আজকাল ওয়েবডেস্কঃ এত পড়াশোনা করার পরও নাম মাত্র রোজগার। সমাজমাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রতি ক্ষোভ উগড়ে দিলেন এক ব্যক্তি।
একই পোস্টে তিনি শিক্ষা ব্যবস্থার গলদ দিকগুলিও তুলে ধরেন। ইতিমধ্যেই পোস্টটি সামজমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ব্যক্তি পোস্টে লিখেছেন, পিএইচডি হোল্ডাররা শুধুমাত্র পড়ুয়াই নন। পাশাপাশি তাঁরা শিক্ষক এবং গবেষক। সর্বোপরি দেশে ভবিষ্যৎ।
এরপরই পড়ুয়াদের রোজগারের প্রসঙ্গ টেনে ওই ব্যক্তি পোস্টে উল্লেখ করেন, পড়াশোনার প্রতি আবেগই এক প্রকার পড়ুয়াদের দারিদ্রের মুখে ঠেলে দেয়। পোস্টদাতা উদাহারন হিসাবে তাঁর এক বন্ধুর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, তাঁর এক বন্ধু পিএইচডি স্কলার হওয়া সত্ত্বেও মাসে মাত্র ৩৫ হাজার টাকা উপার্জন করেন। যা তাঁর যোগ্যতা অনুযায়ী খুবই কম বলে মনে করেন পোস্টদাতা। ওই ব্যক্তি তাঁর বন্ধু সম্পর্কে আরও লেখেন, জেইই- গেট এর মতো পরীক্ষাগুলিতেও উত্তীর্ণ হয়েছেন তিনি। এমনকি স্নাতকের পড়ুয়াদেরও পড়ান তিনি। এত যোগ্যতা থাকার পরও সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হয় তাঁর বন্ধুকে।
পোস্টদাতা তুলনা করে আরও দাবি করেন, অন্য পেশার একজন সাধারনমানের স্নাতক পাশ তাঁর বন্ধুর চেয়ে বেশি উপার্জন করেন।
ওই ব্যক্তির এই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, সংসারের খরচ চালাতে তাঁকে পড়াশোনার ছাড়তে হয়েছে। আরও এক ব্যক্তিও একইভাবে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
