আজকাল ওয়েবডেস্ক: ২৪ বছরের ফার্মাসিস্ট। দীর্ঘ পরিচয়ের পর ভালবেসে বিয়ে করেছিলেন শুভশ্রীকে। সালটা ২০২০। ফার্মাসিস্ট প্রদ্যুন্মর বিরুদ্ধে অভিযোগ, দুই প্রেমিকার সহায়তায় খুন করেছেন শুভশ্রীকে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সঙ্গেই গ্রেপ্তার করেছে দুই প্রেমিকাকে।
ভুবনেশ্বরের এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবর শুভশ্রীর মৃত্যুর ঘটনা ঘটে। ময়নাতদন্তের পরেই পুলিশের সামনে খুনের ঘটনা পরিস্কার হয়। ওই ফার্মাসিস্ট যুবকের দুই প্রেমিকাও পেশায় নার্স। ২০২৩ সালে যুবকের পরিচয় হয় ইজিতা নামের নার্সের সঙ্গে। দুজনের ঘনিষ্ঠতাও বাড়ে। এসবের মাঝেই পরিচয় হয় রোজি পাত্রর সঙ্গে।
অভিযোগ, যুবক স্ত্রীর উপর অত্যাচার চালাত। শেষ কয়েকমাস শুভশ্রী তাঁর বাবা মায়ের সঙ্গে থাকতেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার দিনে যুবক নিজের প্রেমিকার বাড়িতে ডেকে পাঠায় শুভশ্রীকে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গিয়েছে, শুভশ্রীকে উচ্চ মাত্রায় ওষুধ দিয়ে অচৈতন্য করা হয়েছে প্রথমে। যুবক পুলিশি জেরার জোর করে ওষুধ প্রয়োগের কথা স্বীকার করেছে।
