আজকাল ওয়েবডেস্ক: ডেলিভারি আসা পার্সেল খুলেতেই চিৎকার করে উঠলেন ক্রেতা! মানুষের কাঁটা হাত দেখতে পেলেন তিনি। ভয়ে যেন তাঁর গলা শুকিয়ে আসছিল। হাতটি ভালো করে লক্ষ্য করতেই তিনি যা ঠাওর করলেন, তা শুনলে চমকে উঠবেন..
সম্প্রতি এই ঘটনার কথাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, অনলাইনে নকল নখ অর্ডার দিয়েছিলেন এক তরুণী। যা আধুনিক সাজগোজের জন্যে এক প্রকার গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। যথারীতি সেটি ডেলিভারিও হয়। পার্সেল খুলতেই তিনি দেখন, মানুষের কাঁটা হাত। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই তরুণী। এরপর কাঁটা হাতটি ভালো লক্ষ্য করার পর তাঁর ঠাওর হয়, যে এটি মানুষের হাত না বরং সিলিকনের তৈরি নকল হাত। যা অবিকল মানুষের হাতের মতো দেখতে। আসলে ঘটনা হল, এটি নকল নখের কোম্পানির মার্কেটিং স্ট্রাটেজি। সিলিকনের হাতের ওপর নখ বসিয়ে কাস্টমাইজড করা হয়েছিল।
এরপরেই ওই তরুণী এই ঘটনার একটি অংশের ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেন। কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি এই ঘটনাকে সৃজণশীল কার্যকলাপের উদাহরণ হিসাবে আখ্যা দিলেও, আরও এক ব্যক্তির মতে এরকম কাণ্ড দেখলে যে কারওর অনায়াসে হার্ট অ্যাটাক হতে পারে।
