আজকাল ওয়েবডেস্ক: মরাঠিতেই হওয়া উচিত মহারাষ্ট্রের মাটিতে জন্মানো যেকোনও সন্তানদের নাম! এতদিন এই তত্ত্ব মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন এই মারাঠি নামকরণের বিষয়টি আকর্ষণীয় মোড় নিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের চিড়িয়াখানায় পেঙ্গুইন শাবকদের জন্ম হয়েছে। তাদের নামকরণ নিয়ে এবার বিতর্ক তুঙ্গে। কারণ বিজেপির দাবি, যেহেতু ওই পেঙ্গুইন শাবকরা জন্মসূত্রে মহারাষ্ট্রে বসবাস করে তাই তাদের নামকরণও মারাঠিতেই করতে হবে।
সামনেই মুম্বই পুরসভার নির্বাচন। তার আগে পেঙ্গুইনের মারাঠি নামকরণের দাবিতে শহরের বুকে বিক্ষোভও দেখিয়েছে গেরুয়া বাহিনী। 
 
 বাইকুল্লা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা নীতিন বাঙ্কার বিক্ষোভের নেতৃত্ব দেন। সেখানে তুলে ধরা হয়েছে, ধ্রুপদী ভাষা হিসাবে মরাঠি ভাষার মর্যাদা তুলে ধরা হয়েছে।
নীতিন বাঙ্কার বলেছেন, "যখন বিদেশ থেকে পেঙ্গুইনদের বীরমাতা জিজাবাই ভোসলে বোটানিক্যাল উদ্যান এবং চিড়িয়াখানায় (সাধারণত রানিবাগ নামে পরিচিত) আনা হয়, তখন আমরা মেনে নিয়েছিলাম যে তাদের নাম ইংরেজিতে থাকবে। তবে, মহারাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া ছানাদের মারাঠি নাম দেওয়া উচিত।"
বিজেপি নেতা বাঙ্কার দাবি করেছেন যে, বৃহন্নুম্বাই পৌরনিগম (বিএমসি)-এর কাছে বারবার আবেদন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।
 
 তিনি বলেন, "আমরা আমাদের দাবিতে অটল ছিলাম, কিন্তু তা উপেক্ষা করা হয়েছিল। আমি বিএমসি প্রশাসনকেও চিঠি লিখেছিলাম, কিন্তু কেউ সাড়া দেয়নি।" বাঙ্কারের প্রশ্ন, "যদি মারাঠি ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পায়, তাহলে কেন কিছু পেঙ্গুইন ছানার মারাঠি নাম দেওয়া যাবে না?"
