আজকাল ওয়েবডেস্ক: কেউ বলেন ফুচকা, কেউ বলেন পানিপুরী, কেউ আবার বলেন গোলগাপ্পা। দেশের নানা অংশে নানা নামে পরিচিত হলেও, টক তেঁতুল জল মুখে পুরলেই শান্তি। এবার এক বিক্রেতা ক্রেতাদের সারাজীবন বিনামূল্যে যতখুশি ফুচকা খাওয়ার অফার দিচ্ছেন। বদলে দিতে হবে একটা অঙ্কের টাকা। 

কত টাকা দিতে হবে? ৯৯হাজার টাকা দিলেই নাকি সারাজীবন মিলবে ফ্রিতে ফুচকা। ফুচকা অন্যতম জনপ্রিয় স্ট্রিটফুড। দিনের বা রাতের যে কোনও সময় হোক, ফুচকার দোকানের চারপাশের ভিড় কখনওই কম থাকে না। বিয়ে থেকে শুরু করে রিসেপশন, পার্ক থেকে মার্কেট প্লেস সব  জায়গায় উপস্থিতি, জনপ্রিয়তা।

এর মাঝেই ভাইরাল হয়েছে একটি ঘোষণা। নাগপুরের এক ফুচকা বিক্রেতা ঘোষণা করেছেন, কেউ ৯৯হাজার টাকা দিলে, তাঁকে সারাজীবন বিনামূল্যে ফুচকা খাওয়াবেন তিনি। ওই বিক্রেতার নাম বিজয় মেওয়ালাল গুপ্তা। তাঁর এই অফার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে এলাকায়। জোর চর্চা চলছে নেটমাধ্যমেও। কেউ কেউ প্রশ্ন করছেন, ৯৯হাজার টাকা দেওয়ার পর, কতদিনই বা একজন ফুচকা খেতে যাবেন? অনেকেই আবার এই ঘোষণার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।