আজকাল ওয়েবডেস্ক:‌ আসছে পুজো। ইতিমধ্যেই পুজোর বুকিং শেষ। নভেম্বর অবধি দূরপাল্লার ট্রেন পুরো হাউসফুল। উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের চাহিদাই বেশি। পাশাপাশি কুম্ভ, উপাসনা, রাজধানী, শতাব্দীর মতো ট্রেনগুলিতেও টিকিট নেই।

 


পুজোয় যারা বেড়াতে যাচ্ছেন, তারা রেলের নতুন নিয়মগুলি এবার জেনে নিন। নাহলে কপালে দুঃখের শেষ থাকবে না। ওয়েটিং লিস্টে নাম রয়েছে। কিন্তু টিকিট কনফার্ম না হলেও এতদিন সংরক্ষিত কামরায় উঠে যেতেন যাত্রীরা। কিন্তু এখন তা আর চলবে না। কনফার্ম না হওয়া টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় উঠলে জরিমানা করা হবে। এমনকী টিকিট পরীক্ষক চাইলে পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে সেখানে যাত্রীকে নামিয়ে দিতে পারেন। 

 


অনলাইন ছাড়াও অফলাইনে কাটা যায় দূরপাল্লার ট্রেনের টিকিট। অনলাইনে টিকিট কনফার্ম না হলে সেই টাকা সংশ্লিষ্ট ট্রেনের যাত্রী তালিকা তৈরি হলেই ফেরত চলে যায় যাত্রীর কাছে। কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলে এবং টিকিট কনফার্ম না হলে গ্রাহককে ফের লাইনে দাঁড়িয়ে টিকিট বাতিল করতে হয়। তাই অনেকেই টিকিট বাতিল না করে ট্রেনে উঠে পড়েন। স্লিপার ও বাতানুকুল কামরায় ওঠা সেই সব যাত্রীদের জন্য এবার কড়া নিয়ম করেছে রেল। 


নয়া নিয়ম অনুযায়ী স্লিপারে ২৫০ টাকা ও বাতানুকুল কামরায় ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে সেই সব যাত্রীদের। সঙ্গে টিকিট পরীক্ষক চাইলে পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে, সেখানে যাত্রীকে নামিয়ে দিতে পারেন । অবশ্য কোনও যাত্রীর কাছে ওয়েটিং লিস্টের টিকিট থাকলে তিনি আগাম টিকিট পরীক্ষককে জানিয়ে সাধারণ বগিতে সফর করতে পারেন। এই ক্ষেত্রে টিকিট বাতিল করে আর অর্থ ফেরত কিন্তু পাওয়া যাবে না।