আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য রাস্তায় গুটখা খেয়ে থুতু ফেললেই চরম শাস্তি পেতে হবে। পাটনা নগর নিগম নির্দেশিকা জারি করে জানিয়েছে, ৫০০ টাকা জরিমানা তো বটেই, কপালে জুটতে পারে আরও বড় শাস্তি। শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও নাগরিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পান, গুটখা বা অন্য কোনও তামাকজাত দ্রব্য মুখে চিবিয়ে রাস্তায় ফেললেই ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। আর যাঁরা এই ধরনের কাজ করবেন তাঁদের নগরের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাটনা স্মার্ট সিটি লিমিটেডের তরফে যশপাল মীনা জানিয়েছেন, পান, গুটখা, পান মশলা সহ অন্যান্য তামাকজাত দ্রব্য খেয়ে যেখানে সেখানে ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হবে। এই ধরনের লোকেদের নগরের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে। শুধু জরিমানাই নয়, এই ধরনের কাজ যাঁরা করবেন, তাঁদের ছবি শহরের যত্র তত্র টাঙিয়ে রাখা হবে। এমনকী জায়ান্ট স্ক্রিনেও এই লোকেদের ছবি যখন তখন দেখানো হবে।
ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। বিভিন্ন মোড়, জাতীয় সড়ক সহ সব জায়গায় এই নির্দেশিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নগর নিগমের তরফে জানানো হয়েছে, যত্র তত্র তামাকজাত দ্রব্য ফেললে শহর শুধু নোংরা নয়, শরীরও খারাপ হয়। পরিবেশ দূষিত হয়। সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়। যা সহজে ওঠে না।
এটা ঘটনা, পাটনা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই ৪১৫ জায়গায় ৩৩০০–র বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তাই দুষ্কর্ম করেও কেউ পার পাবেন না। পুলিশ ধরতে না পারলেও সিসিটিভিতে ঠিক ছবি উঠে যাবে।
এমনকী প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করলেও ২৫০ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। যদিও এই নিয়ম আগে থেকেই ছিল। পাটনা নগর নিগমের তরফে একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে। এই ধরনের কাজ যাঁরা করবেন তা দেখতে পেলেই ১৫৫৩০৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
