আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল পাকিস্তান। মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের কাছে আন্তর্জাতিক সীমানার পারগাওয়াল সেক্টরে গুলি চালায় পাক সেনা। এই নিয়ে টানা ছয় দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও।
সেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে জম্মু-কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাক সেনা। ভারত মসৃণ ভাবে তার জবাব দিয়েছে।"
পাকিস্তানি সেনা ২৮ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখায় বিনা উস্কানিতে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে অবস্থিত এলাকা এবং আখনুর সেক্টর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেই উস্কানির জবাব পরিমাপিত এবং কার্যকরভাবে দিয়েছিল।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা এখনও চরমে রয়েছে। পাকিস্তান বারবার নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে ভারতীয় সেনারাও তার জবাব দিচ্ছে প্রতিনিয়ত।
পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং আটরিতে ইন্টিগ্রেটেড চেক পোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া।
