আজকাল ওয়েবডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার। এই নিয়ে টানা আটদিন! জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা। পালটা উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়ারা ও বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। 

গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাক বাহিনী। এই বিষয়ে ভারত পাকিস্তানকে কঠোর সতর্কবার্তাও দিয়েছে। কিন্তু ইসলামাবাদের টনক নড়ছে না। পাকিস্তান সেনাবাহিনীর বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার উভয় দেশের সামরিক অভিযানের ডিজিএমও হটলাইনে আলোচনা করেছেন। তারপরই থামতে নারাজ পাকি বাহিনী। ভারত হুঁশিয়ারি দেওয়ার পরেও টানা দু'দিন সীমান্তে গুলি চালাল পাক সেনা।