আজকাল ওয়েবডেস্ক: সকালে তৈরি হয়ে সকলে মিলে ঘুরতে বেরিয়েছিলেন। পহেলগাঁওয়ে পৌঁছনোর ঠিক আগেই গাড়ির মধ্যে কান্নাকাটি শুরু করে শিশুটি। খিদেয় রীতিমতো ছটফট করছিল সে। সেই কান্নাই আদতে ভয়াবহ জঙ্গি হামলা থেকে বাঁচিয়ে দিল গোটা পরিবারকে। শিশুর কারণে প্রাণে বাঁচলেন এক পরিবারের পাঁচজন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নভি মুম্বইয়ের বাসিন্দা আন্না সাহেব টেকালে জানিয়েছেন, পরিবার, বন্ধু, পরিচিতদের নিয়ে তাঁর ছেলে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। দলে মোট ২৫ জন পর্যটক ছিলেন। মঙ্গলবার সকালে পহেলগাঁওয়ের উদ্দেশে তাঁরা রওনা হন। কিন্তু পহেলগাঁওয়ে যাওয়ার ঠিক আগেই নাতির খিদে পেয়ে যায়। পূর্ব পরিকল্পনা ছাড়াই রাস্তার ধারে একটি খাবারের দোকানে দাঁড়িয়ে খাওয়াদাওয়া করেন তাঁরা। ঠিক সেই সময়েই বৈসরণে জঙ্গি হামলা হয়। 

নভি মুম্বইয়ের ওই বাসিন্দা আরও জানিয়েছেন, খাওয়াদাওয়ার পর পহেলগাঁওয়ে ঢোকার মুখেই সেনাবাহিনী পর্যটকদের গাড়ি আটকে দেয়। ফিরিয়ে দেয় সকলকে। তখনই জঙ্গি হামলার খবর পান তাঁরা। বরাত জোরে রক্ষা পেয়ে হোটেলে ফিরে যান। সন্ধে পর্যন্ত পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারপর ছেলের মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনেন। খুব দ্রুত তাঁরা কাশ্মীর থেকে ফিরে আসবেন বলে জানিয়েছেন। 

মঙ্গলবার বৈসরণে জঙ্গি হামলার উচ্চ পর্যায়ের তদন্ত জারি রয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পর্যটকদের উপর কড়া নজর রেখেছে সেনাবাহিনী, পুলিশ।