আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও কংগ্রেসের সঙ্গে জোট বজায় থাকবে, জানিয়ে দিল আপ। কেন্দ্রীয় এজেন্সির একের পর এক সমন এড়িয়ে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে তাঁর গ্রেপ্তারির আশঙ্কা ক্রমশই বাড়ছে। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সৌরভ ভরদ্বাজ শুক্রবার বলেন, কোনও এজেন্সির দ্বারা তাঁরা ভীত নন। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট যেমন ছিল তেমনই থাকবে। তিনি আরও বলেন, আপের কাছে খবর আছে আগামী দু-তিনদিনের মধ্যেই গ্রেপ্তার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। তবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আপের আসনরফা যেমন থাকার তেমনি থাকবে। আপের আরও দাবি, কংগ্রেসের সঙ্গে আপের জোটের ফলে ভয় পেয়েছে বিজেপি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই হানা নিয়েও এদিন সরব ছিল আপ কর্তৃপক্ষ। কংগ্রেসের সঙ্গে আপের এই আসনরফা আগামীদিনে বিজেপিকে আরও সমস্যায় ফেলে দেবে বলেও এদিন দাবি করেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী।