আজকাল ওয়েবডেস্ক: বিগত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে চর্চায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তিনি অভিযোগ তুলেছেন, তাঁর ফোন হ্যাকের চেষ্টা করেছে কেন্দ্র। মঙ্গলবার এই অভিযোগ এনেছেন তিনি। শুধু মহুয়া নয়, তাঁর অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন বেশ কয়েকজন বিরোধী দলের নেতা নেত্রী। তাঁদের অভিযোগ, অ্যাপলের পক্ষ থেকে তাঁদের কাছে সতর্কবার্তা এসেছে। ফোন হ্যাকিং প্রসঙ্গে মুখ খুলেছেন রাহুল গান্ধীও। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে তিনি বিরোধী দলের নেতা নেত্রীদের ফোন হ্যাক করার চেষ্টা প্রসঙ্গে মন্তব্য করেছেন। ফোন হ্যাকিং প্রসঙ্গে কংগ্রেসের শশী থারুর, শিবেসেনা (উদ্ধব ঠাকরে শিবিরের) প্রিয়াঙ্কা চতুর্বেদী, এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি অভিযোগ তুলেছেন, ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল থেকে তাঁরা সতর্কবার্তা পেয়েছেন। একই বার্তা গিয়েছে আপ-এর রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির কাছেও। প্রিয়াঙ্কা চতুর্বেদী, রাঘব চাড্ডা এবং শশী থারুর সতর্ক বার্তার স্ক্রিনশট দিয়ে নিজের সমাজমাধ্যমে লিখেছেন এই প্রসঙ্গে।