আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানায় কংগ্রেস কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ স্যুটকেসে ভরা অবস্থায় উদ্ধার হওয়ার কয়েকদিন পর, পুলিশ এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। সোমবার পুলিশ এই খবর জানিয়েছে।

হিমানির মৃতদেহ সাম্পলা বাস স্ট্যান্ডের কাছে পথচারীরা আবিষ্কার করে, ঠিক পৌরসভা নির্বাচনের একদিন আগে। ২২ বছর বয়সী হিমানি রাহুল গান্ধীর "ভারত জোড়ো যাত্রা" তে অংশগ্রহণ করেছিলেন এবং তাঁর মৃত্যুর পর কংগ্রেস দলের সদস্যরা একটি উচ্চস্তরের তদন্তের দাবি জানিয়েছেন।

হিমানির মা সবিতা নারওয়াল এই ঘটনার বিষয়ে বলছেন, তাঁর মেয়ের হত্যার পেছনে দলের কিছু সদস্যের হাত থাকতে পারে, কারণ তাঁর মেয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং সিনিয়র নেতাদের, বিশেষ করে রাহুল গান্ধীর সাথে ঘনিষ্ঠতার কারণে দলের অনেকে হিমানিকে হুমকি হিসেবে দেখছিলেন। সবিতা জানান, "আমার মেয়ে কংগ্রেসের জন্য অনেক কিছু ত্যাগ করেছে। কংগ্রেস দলের অনেক সদস্য আমাদের বাড়িতে আসতেন। কিছু লোক হিমানির রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারেনি, তাই তাঁরা  তাঁকে হত্যা করেছে।"

সবিতা আরও বলেন, তাঁর মেয়ে গত ১০ বছর ধরে কংগ্রেসের সাথে যুক্ত ছিল এবং "ভারত জোড়ো যাত্রা"-র সময় শ্রীনগর পর্যন্ত রাহুল গান্ধীর সাথে ভ্রমণ করেছিলেন। "হিমানি সবসময় স্বচ্ছ রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষ তাকে সমস্যায় ফেলার চেষ্টা করছিল," সবিতা বলেন।

ফেব্রুয়ারির ২৭ তারিখে সবিতা তাঁর মেয়ের সাথে শেষবার কথা বলেন। তাঁর পর থেকে হিমানির ফোন বন্ধ ছিল। হিমানি ২৮ ফেব্রুয়ারি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আর যোগাযোগ করা সম্ভব হয়